Pages

Wednesday, April 9, 2014

YOUR SCHOOL



YOUR SCHOOL

Introduction: The name of our school is [name of your school] school. It is in [name of the district] district. It is one of the best schools in the district. It is situated beside the [name of the road] road.

Description: Our school is a very big high school. It is a two-storied modern building. There are total twenty five rooms; there is the headmaster’s room, the teacher’s room, the library room and the prayer room. There are sections in all the classes.

Teaching staff: There are twenty teachers in our school. They are sympathetic to us. They teach us with care. Most if the teachers are highly educated and trained. Our headmaster is an M. A. M. Ed. He is a man of principle.

Students: There are about Six hundred students in our school; most of the students are Muslims. The rest of them are Hindus.

Results: The results of our school are always very good, every year a good number of students pass the S.S.C examination. Some students get junior scholarship every year.
Games facilities: the school has a big play-ground. We play football, volleyball, basketball, cricket, badminton and other games. In inter school’s games and sports our school earns reputation every year.

Library facilities: There is a big library in our school. The library has more than five thousand books. The librarian guides us in the choice if books.

Other facilities: The school has other facilities like red-cross team, cadet, scouts and clubs. It has an excellent tiffin system.

Annual functions: The school observes some annual functions such as the annual sports, the prize giving ceremony the annual milad, the Shahid day, the Independence Day and other national functions.

Conclusion: Our school is well-reputed. We are proud and happy that we read in such a good school.

বাংলাদেশের ফসল/শস্য



বাংলাদেশের ফসল/শস্য
 
সূচনাঃ বাংলাদেশ ফুল, ফল এবং ফসলের দেশসারা বছরব্যাপি এদেশের জনগণ তাদের জমিতে বিচিত্র ফসল ফলিয়ে থাকেধান, গম, মরিচ, ডাল, সরিষা, পেঁয়াজ, রসুন, হলুদ, বিচিত্রফল, পাট, চা, তুলা, তামাক, বাঁশ, ইক্ষু, রাবার ইত্যাদি হলো গুরুত্বপূর্ণ
 
ফসলের শ্রেণী বিভাগঃ ধান, গম, ডাল, মরিচ, সরিষা, পেঁয়াজ, রসুন, হলুদ ইত্যাদি হলো খাদ্য শস্য এবং পাট, চা, তামাক,তুলা, বাঁশ, রাবার ইত্যাদি হলো অর্থকরী ফসল বা শস্যখাদ্য শস্য খাওয়া হয় এবং অর্থকরী ফসল যোগান দেয়
 
খাদ্য শস্যঃ সকল খাদ্য শস্যের মধ্যে ধান হলো আসলবাংলাদেশীদের প্রধান খাদ্য হলো ধানধান চার ধরণের যেমন-আমন, আউস, বোরো এবং ইরিধান বাংলাদেশের সর্বত্রই জন্মে থাকেআজকাল প্রচুর গম উৎপাদন করা হয়এগুলো ছাড়া, মরিচ, বালি, যোয়ার এবং বাজরাও আমাদের দেশে উৎপন্ন হয়
 
অর্থকরী ফসলঃ অর্থকরী ফসলের মধ্যে পাট, চা, তুলা, রাবার, এবং তৈল বীজই হলো গুরুত্বপূর্ণবাংলাদেশ পৃথিবীর ৮৫% পাট উৎপাদন করে থাকেপাট এদেশের জেলাতেই জন্মে এর পরে গুরুত্ব ফসল হলো চাচা সিলেট ও চট্রগ্রামের পাহাড়ী অঞ্চলে উৎপন্ন হয়তুলা , রংপুর, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ এবং পার্বত্য চট্রগ্রামের পাহাড়ী অঞ্চলে উৎপন্ন হয়এগুলো আমাদের নিজেদের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়
 
ফসলাদিঃ বিভিন্ন রকমের ফল-আম, আনারস,কাঁঠাল, কমলা, কলা এবং নারিকেল আমাদের দেশে উৎপন্ন হয়কলা আর নারিকেল সারা বছর ধরে আমরা পেয়ে থাকি
 
ফসলের অর্থনৈতিক মূল্যঃ  আমাদের দেশের অর্থনীতি ফসলের উপর নির্ভরশীলআমাদের দেশে অধিক ফসল উৎপাদন করতে হবে যাতে দেশের আভ্যান্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে অর্থ আয় হয়বেশি করে পাটকল, তুলাকল, চা - কারখানা, তামাক - কারখানা এবং চামড়া কারখানা স্থাপন করা যেতে পারে যাতে দেশে উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করা যেতে পারে
 
উপসংহারঃ বাংলাদেশ ফসল বা শস্যের দেশআমাদেরকে অধিক পরিমাণ শস্য উৎপাদন করতে হবে যাতে আমরা  এদেশকে পৃথিবীতে ধনী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি